ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৪:৩১ পূর্বাহ্ন

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাতে নিহত বেড়ে ৩২ দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কা

সীমানা বিরোধ নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সংঘাত গড়িয়েছে তৃতীয় দিনে। কম্বোডিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে আরও ১২ জন নিহত হয়েছেন। এদের নিয়ে চলমান সংঘাতে দুদেশে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে। খবর: আল জাজিরা।

কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা শনিবার সাংবাদিকদের জানিয়েছেন, আরও সাতজন বেসামরিক নাগরিক এবং পাঁচজন সেনা সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ ঘটনার পর দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশ দুটি দীর্ঘস্থায়ী সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে এক শতাব্দীরও বেশি সময় ধরে আসা বিরোধের তীব্রতা বাড়িয়ে তুলেছে এই সাম্প্রতিক সংঘর্ষ।

থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, হতাহতদের বেশিরভাগই দেশটির তিনটি প্রদেশের বেসামরিক নাগরিক। অন্যদিকে, এই সংঘর্ষে হতাহতের বিষয়ে কম্বোডিয়ার এখনো কিছু জানায়নি।

দুই পক্ষের মধ্যে বৃহস্পতিবার সকালে গুলি বিনিময় হয়। দুই পক্ষেরই দাবি যে অপর পক্ষ প্রথমে গুলি চালিয়েছে।

একদিকে থাইল্যান্ড অভিযোগ তোলে কম্বোডিয়া তাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করছে। অন্যদিকে, কম্বোডিয়া অভিযোগ করে ব্যাংকক তাদের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ