সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪৪টি বা ৩৭ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৫.৭৫ শতাংশ কমে ৩৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৪৩ টাকা ৮০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা দেশ গার্মেন্টসের ৯.১৫ শতাংশ দর কমে সর্বশেষ ১২১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৩৩ টাকা ৪০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুয়িটি ফান্ডের ৮.৭০ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যাইল ক্রাফটের ৮.৬০ শতাংশ, অ্যারামিট সিমেন্টের ৮.৩৩ শতাংশ, ইস্টার্ণ লুব্রিকেন্টসের ৭.৩০ শতাংশ, মিথুন নিটিংয়ের ৬.৭৫ শতাংশ, এপেক্স ট্যানারির ৬.৭১ শতাংশ, রহিম টেক্সটাইলের ৬.৪৭ শতাংশ ও হামি ইন্ডাস্ট্রিজের ৬.১২ শতাংশ দর কমেছে।