সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২১৫টি বা ৫৪ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এর মধ্যে গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫২.৬৩ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১১ টাকা ৪০ পয়সা ; যা গত সপ্তাহে ১৭ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা এনসিসি ব্যাংকের শেয়ার দর ১৮.৮১ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ১০ টাকা ১০ পয়সা ছিল ; যা গত সপ্তাহে ১২ টাকা দাঁড়িয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা ব্যাংক এশিয়ার ১৮.৭৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১৮.৪২ শতাংশ, আইডিএলসি ফিন্যান্সের ১৮.২১ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্স ১৭.৮৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১৭.০৭ শতাংশ, প্রাইম ব্যাংকের ১৬ শতাংশ, আইপিডিসির ১৫.৯৫ শতাংশ,পিপলস লিজিংয়ের ১৫.৭৯ শতাংশ দর বেড়েছে।
