মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ২০২৫ সালের বাংলাদেশের সেরা বাণিজ্যিক ব্যাংকের স্বীকৃতি অর্জন করেছে। এই সম্মাননা প্রদান করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল এক্সেলেন্স ক্রনিকল ম্যাগাজিন অ্যাওয়ার্ডস। ব্যাংকটির পারফরম্যান্স, সুশাসন ও গ্রাহক আস্থার ওপর গুরুত্ব দেওয়ার ফলে এই স্বীকৃতি এসেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করছে।
দীর্ঘদিন ধরে এমটিবি দায়িত্বশীল ব্যাংকিংয়ের অগ্রদূত হিসেবে কাজ করে যাচ্ছে। ব্যাংকটি টেকসই প্রবৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি এবং শক্তিশালী করপোরেট গভর্ন্যান্সকে অগ্রাধিকার দিয়ে কাজ করেছে। এসব নীতির কারণে দেশ-বিদেশে বিভিন্ন পুরস্কার অর্জন করেছে এমটিবি। সর্বশেষ এই আন্তর্জাতিক স্বীকৃতি ব্যাংকটির শক্তিশালী শাখা নেটওয়ার্ক, আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম এমটিবি নিও এবং এসএমইসহ বিভিন্ন গ্রাহক গোষ্ঠীর প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন।

২০২৪ সালে ব্যাংকটি প্রতিষ্ঠার পর সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে। এর অপরিশোধিত ঋণের হার (এনপিএল) ব্যাংকিং খাতের গড়ের চেয়ে অনেক নিচে এবং মূলধন পর্যাপ্ততার হারও নিয়ন্ত্রক সংস্থার চাহিদার চেয়ে বেশি। ২০২৩ সালে বাংলাদেশ ব্যাংকের তালিকায় এমটিবি টেকসই ব্যাংকের মধ্যে শীর্ষ ১০-এ ছিল। এদিকে, এমটিবি নিও, ব্যাংকটির প্রধান ডিজিটাল প্ল্যাটফর্ম, গ্রাহকদের জন্য অত্যন্ত সহজ এবং উন্নত ব্যাংকিং সেবা দিচ্ছে। নরওয়ের সরকারি উন্নয়ন অর্থায়ন সংস্থা নরফান্ড এখনো এমটিবির বৃহত্তম শেয়ারহোল্ডার। ব্যাংকের পরিচালনা পর্ষদ সুশাসন ও কৌশলগত দিকনির্দেশনার জন্য প্রশংসিত।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “আমরা এই স্বীকৃতির জন্য কৃতজ্ঞ। এটা আমাদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি সাউন্ড ব্যাংকিং, দায়িত্বশীল প্রবৃদ্ধি এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের পথে আমরা কাজ করে গেছি। এটি আমাদের আরও ভালো করার অনুপ্রেরণা।”
গ্লোবাল এক্সেলেন্স ক্রনিকল ম্যাগাজিন প্রতিবছর বিভিন্ন খাতের সফল প্রতিষ্ঠানগুলোকে পারফরম্যান্স ও নেতৃত্বের জন্য পুরস্কৃত করে থাকে। নতুন ব্যাংকিং যুগে প্রবেশ করতে থাকা এমটিবি ভবিষ্যতেও প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং আস্থাকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
