ঢাকা, শনিবার, ২ অগাস্ট ২০২৫, ৯:১১ অপরাহ্ন

পাহাড়ধসে সাজেকের যোগাযোগ বন্ধ, আটকা ৪২৫ পর্যটক

ভারি বর্ষণের ফলে পাহাড়ধস হয়েছে রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে একাধিক স্থানে। এর ফলে সাজেকের সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সাজেকে আটকা পড়েছেন ৪২৫ পর্যটক।

বুধবার দিবাগত রাতে ভারী বর্ষণ হয় রাঙামাটিতে।

পাহাড়ধসের ফলে বন্ধ সড়ক চালুর জন্য কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা। সেনাবাহিনীর পক্ষ থেকেও ভেকু পাঠানো হচ্ছে।

সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়কের ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে পরেছে। সাথে বড় বড় পাথর ও গাছপালা উপড়ে পরেছে।

স্থানীয় মানুষদের মাটি সরানোর কাজ করছে। ভারি যন্ত্রপাতি ও ভেকু ছাড়া এসব পাথর গাছপালা সরানো সম্ভব নয়।

বিষয়টি সেনাবাহিনীর ৬ বেঙ্গল বাঘাইহাট জোন ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারকে জানানো হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, যান চলাচল বন্ধ থাকার কারণে সাজেকে ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন।

দ্রুত মাটি সরানোর কাজ চলছে। মাটি সরানো সম্পন্ন হলেই যান চলাচল শুরু হবে।

স্থানীয়রা জানিয়েছেন, গতরাতে রাতে ভারী বর্ষণ হয়েছে। এতে সাজেক–বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে। নন্দরাম এলাকায় তুলনামূলক বেশি মাটি ধসে পরেছে।

তিনি আরো জানান, খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসন থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে। বড় বড় পাথর সরাতে সময় লাগছে।

সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে, তারা কাজ শুরু করেছে। সড়কের মাটি সরানো হলেই পর্যটকরা ফিরতে পারবেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ