তুরস্কের কাছে ইউরোফাইটার টাইফুন জেট বিক্রি করছে জার্মানি। বুধবার জার্মান সরকার জানিয়েছে, তারা তুরস্কের কাছে ইউরোফাইটার টাইফুন জেট বিক্রির অনুমোদন দিয়েছে।
জার্মান সরকারের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস বার্লিনে সাংবাদিকদের বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে প্রতিরক্ষা মন্ত্রণালয় তুরস্ক সরকারকে রপ্তানি অনুমোদনের বিষয়ে একটি লিখিত নিশ্চয়তা পাঠিয়েছে।’

তিনি বলেন, ‘ফেডারেল সরকার ইন্ড্রাস্ট্রির প্রাথমিক অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে। সরকারকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা বিমানের অর্ডার দিতে চায় কিনা।’
বুধবার ইস্তাম্বুলে উভয় দেশের প্রতিরক্ষা প্রধানদের সমঝোতা স্মারক স্বাক্ষরের পর যুক্তরাজ্যের একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, টাইফুন যুদ্ধবিমান রপ্তানির দিকে একটি ‘বড় পদক্ষেপ’ নেওয়ার বিষয়ে যুক্তরাজ্য এবং তুরস্ক একমত হয়েছে।
এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিলিয়ন বিলিয়ন পাউন্ডের রপ্তানি চুক্তি ‘একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’, যা যুক্তরাজ্য-তুরস্কের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি বুধবার ইস্তাম্বুলে আইডিইএফ প্রতিরক্ষা শিল্প মেলার সময় চুক্তিটিতে স্বাক্ষর করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, চুক্তিটি ন্যাটোর সম্মিলিত প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং যুক্তরাজ্য ও তুরস্কের মধ্যে বছরের পর বছর ধরে প্রতিরক্ষা সহযোগিতা এবং ক্রমবর্ধমান শিল্প সম্পর্কের উন্নয়ন করে।
সূত্র: আনাদোলু এজেন্সি