ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৩:০৪ অপরাহ্ন

সাউথইস্ট ব্যাংকের ২ উদ্যোক্তাকে ১০ লাখ টাকা জরিমানা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসির শেয়ার বিধিবহির্ভুতভাবে নিষিদ্ধ সময়ে লেনদেন করার অভিযোগে সংশ্লিষ্ট কোম্পানির দুই জন উদ্যোক্তাকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২২ জুলাই) কমিশনের সভা কক্ষে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৬৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিধিবহির্ভূতভাবে নিষিদ্ধ সময়ে (১ নভেম্বর ২০২০ হতে ৯ মে ২০২১) সাউথইস্ট ব্যাংক পিএলসির স্পন্সর ফারজানা আজিম ও তার ভাই মামুন আজিমকে উক্ত কোম্পানির শেয়ার লেনদেন করার কারণে উভয়কে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন