ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (২৩ জুলাই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা বা ৯.৬২ শতাংশ বেড়েছে।
আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্যাংক এশিয়া পিএলসির দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৯.৪৯ শতাংশ।
আর ৯০ পয়সা বা ৭.৮৯ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ডরিন পাওয়ারের ৭.৩১ শতাংশ,এনসিসি ব্যাংকের ৬.৫৪ শতাংশ, ন্যাশনাল পলিমারের ৬.৪১ শতাংশ, ঢাকা ব্যাংকের ৬.২৫ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৬.০২ শতাংশ,তিতাস গ্যাসের ৫.৯৪ শতাংশ ও আইপিডিসি ফিন্যান্সের ৫.৭৪ শতাংশ দর বেড়েছে।