ব্রান্ডন কিংয়ের ফিফটির পর বিদায়ী ম্যাচে ব্যাট হাতে ছোট্ট ঝড় তুললেন আন্দ্রে রাসেল। কিন্তু তাদের লড়াকু সংগ্রহকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন জশ ইংলিশ ও ক্যামেরন গ্রিন। দুজনই অপরাজিত ফিফটির পথে গড়লেন জুটির রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজে আরও এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
জ্যামাইকার কিংস্টোনের স্যাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ সময় বুধবার সকালে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে অজিরা। ১৭৩ রানের লক্ষ্য তারা পূরণ করে ২৮ বল হাতে রেখে।বাংলাদেশ ভ্রমণ গাইড

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
৫৯ বলে অবিচ্ছিন্ন ১৩১ রানের জুটি গড়ে ৭৮ রানে অপরাজিত থাকেন ইংলিশ, ৫৬ রানে গ্রিন। অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় উইকেটে এটিই সর্বোচ্চ জুটির রেকর্ড। আগের ১১৮ রানের জুটিতে ছিলেন অ্যারোন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েল।
৩৩ বলে ৭৮ রানের হার না মানা ইনিংসে ৭টি চার ও ৫টি ছক্কা মারেন ইংলিশ। ম্যাচসেরাও এই কিপার-ব্যাটার।

৩২ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংসে ৩টি চার ও ৪টি ছক্কা মারেন গ্রিন।
বিদায়ী ম্যাচে স্বভাবসুলভ ব্যাটিংয়ে ১৫ বলে ৩৬ রান করেন রাসেল। তাতে দুটি চারের পাশাপাশি ছিল ৪টি ছক্কা। পরে বল হাতে এক ওভারে ১৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
উইন্ডিজ লড়াইয়ের পুঁজি পায় মূলত কিংয়ের ৩৬ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫১ রানের কল্যাণে। ৯ বলে অপরাজিত ১৮ রান করেন গুডাকেশ মোটি।
অস্ট্রেলিয়ার হয়ে ২৯ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন অ্যাডাম জ্যাম্পা। দুটি করে শিকার ধরেন ম্যাক্সওয়েল ও নাথান এলিস।
জবাবে ওপেন করতে নামা ম্যাক্সওয়েলকে (১০ বলে ১২) দ্বিতীয় ওভারেই হারায় অজিরা। ভালো শুরুর আভাস দিয়ে ফেরেন আরেক ওপেনার মিচেল মার্শও (১৭ বলে ২১)। ৫.৩ ওভারে ৪২ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর শুরু জয় ইংলিশ-গ্রিন জুটির পথচলা।
সেন্ট কিটসে বাংলাদেশ সময় আগামী শনিবার ভোর ৫টায় সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল