সীতাকুণ্ডের উত্তর সলিমপুর ইউনিয়নের আব্দুল্লাঘাট এলাকায় অবস্থিত অবৈধ নকল বৈদ্যুতিক ক্যাবল তৈরির তিনটি কারখানায় অভিযান চালিয়েছে র্যাব-৭, চট্টগ্রাম। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর প্রতিনিধির উপস্থিতিতে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে দেখা যায়, কারখানাগুলোতে অনুমোদনহীনভাবে নিম্নমানের বৈদ্যুতিক তার ও ক্যাবল উৎপাদন করে তা বাজারজাত করা হচ্ছিল।

অভিযানে তিনটি কারখানা থেকে বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক ক্যাবল জব্দ করা হয় এবং তাৎক্ষণিকভাবে প্রতিটি কারখানাকে আইন লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়।
সর্বমোট ৮ লক্ষ টাকা জরিমানা আদায় করে তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে নকল ক্যাবল উৎপাদনের দায়ে কারখানাগুলোকে সিলগালা করা হয়।
র্যাব-৭ জানায়, এসব ক্যাবল মানহীন এবং অগ্নিকাণ্ডসহ মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি বহন করে, যা জনস্বাস্থ্যের পাশাপাশি দেশের আর্থসামাজিক নিরাপত্তার জন্য হুমকি। এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জব্দকৃত নকল বৈদ্যুতিক ক্যাবল ও সংশ্লিষ্ট আলামত আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে র্যাব। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংস্থাটি জানিয়েছে।