ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৪:৩৩ পূর্বাহ্ন

পদত্যাগ করলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সোমবার (২১ জুলাই) পদত্যাগ করেছেন। গতকাল রাতে তিনি দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পদত্যাগপত্রে জগদীপ ধনখড় উল্লেখ করেছেন, স্বাস্থ্যগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে ধনখড় উল্লেখ করেছেন, স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিতে এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলতে, আমি সংবিধানের ৬৭(ক) অনুচ্ছেদ অনুসারে অবিলম্বে ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছি।

তিনি জানান, তার মেয়াদকালে প্রধানমন্ত্রীর সহযোগিতা ও সমর্থন পেয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু শিখেছেন। তিনি ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন প্রত্যক্ষ করেছেন। এই উন্নয়নে যোগদান করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন।

৭৪ বছর বয়সী ধানখড় ২০২২ সালের আগস্টে ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ