ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৫:৩৯ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় তিন বহুজাতিক কোম্পানি

দীর্ঘদিন পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে মাল্টিন্যাশনাল বা বহুজাতিক কোম্পনি। আজ টপটেন গেইনার তালিকায় ১০ কোম্পানির মধ্যে তিনটি বহুজাতিক কোম্পানি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- আরএকে সিরামিকস, হাইডেলবার্গ সিমেন্ট ও লিন্ডে বাংলাদেশ লিমিটেড।

আরএকে সিরামিকস

আরএকে সিরামিকস মঙ্গলবার ২ টাকা বা ৯.৫৭ শতাংশ দর বেড়ে টপটেন গেইনার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১৭ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ৩৪ টাকা পরযন্ত লেনদেন হয়।

এ ক্যাটাগরির কোম্পানিটি ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস

হাইডেলবার্গ সিমেন্টের ২১ টাকা ৩০ পয়সা বা ৮.৭৫ শতাংশ দর বেড়ে টপটেন গেইনার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৬৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১৮৩ টাকা থেকে সর্বোচ্চ ৩৭১ টাকা পরযন্ত লেনদেন হয়।

এ ক্যাটাগরির কোম্পানিটি ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

লিন্ডে বাংলাদেশ

লিন্ডে বাংলাদেশের ৬৬ টাকা ৬০ পয়সা বা ৭.১৮ শতাংশ দর বেড়ে টপটেন গেইনার তালিকায় পঞ্চম  স্থানে রয়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯৯৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৭৭৮ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ১ হাজার ৮০০ টাকা পরযন্ত লেনদেন হয়।

এ ক্যাটাগরির কোম্পানিটি ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ৪ হাজার ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন