পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলসের কারখানার সকল কাজ এবং উৎপাদন বন্ধ রয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রবিবার (২০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি প্রতিনিধি দল রতনপুর স্টিলের কারখানা পরিদর্শনে যেয়ে বন্ধ দেখতে যায়।
উল্লেখ্য, ‘জেড’ ক্যাটাগরির আরএসআরএম স্টিল ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি ২০২১ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। গতকাল কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে।