ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৭:৪২ অপরাহ্ন

গোপালগঞ্জে নিহত ৩ জনের মরদেহ উত্তোলনের আদেশ আদালতের

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্রে সংঘর্ষে নিহত তিনজনের মরদেহ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

আজ সোমবার (২১ জুলাই) সকাল ১০টায় মামলার তদন্তকারী কর্মকর্তারা মরদেহ উত্তোলনের আবেদন করলে আদালত এ আদেশ দেয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে নিহত রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার মরদেহ উত্তোলনের নির্দেশ দিয়েছে। প্রথমে গোপালগঞ্জ পৌর কবরস্থান থেকে রমজান কাজীর মরদেহ উত্তোলন করা হবে।

উল্লেখ্য, শনিবার রাতে সদর থানার চার উপ-পরিদর্শক (এসআই) চারটি হত্যা মামলা দায়ের করেন। তিন মামলায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ জন, এবং এক মামলায় ৮০০ থেকে ৯০০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ