এক লাখ ৪০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার
দেশের কৃষি খাতে প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে এক লাখ ৪০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের সার আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।
চারটি পৃথক প্রস্তাবের আওতায় এসব সার আমদানি করতে সরকারের ব্যয় হবে মোট ৮৯২ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার টাকা।

বিএডিসি ও মরক্কোর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় প্রথম লটে ৪০ হাজার (+১০%) মেট্রিক টন ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ৩৭৮ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা।
২০২৫-২৬ অর্থবছরে দেশের ডিএপি সারের চাহিদা নির্ধারণ করা হয়েছে ১৭.৮৫ লাখ মেট্রিক টন।
কানাডার সঙ্গে চুক্তির আওতায় তৃতীয় লটে ৪০ হাজার (+১০%) মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানিতে ব্যয় হবে ১৭২ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার টাকা। রাশিয়ার সঙ্গে চুক্তির আওতায় ১২তম (ঐচ্ছিক দ্বিতীয়) লটে আরো ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানিতে ব্যয় হবে ১২৯ কোটি ৫৯ লাখ ৮০ হাজার টাকা।

২০২৫-২৬ অর্থবছরে এমওপি সারের চাহিদা নির্ধারণ করা হয়েছে ১১.৫০ লাখ মেট্রিক টন। বিএডিসির মাধ্যমে পর্যায়ক্রমে এ চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মরক্কো থেকে প্রথম লটে ৩০ হাজার (+১০%) মেট্রিক টন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার আমদানির প্রস্তাব করা হয়েছে। এতে ব্যয় হবে ২১১ কোটি ৮১ লাখ ৮১ হাজার টাকা।
২০২৫-২৬ অর্থবছরে টিএসপি সারের চাহিদা ধরা হয়েছে ৯.৫০ লাখ মেট্রিক টন, যার একটি বড় অংশ বিএডিসি ও বেসরকারি পর্যায়ের আমদানির মাধ্যমে পূরণ করা হচ্ছে।
এই চারটি আমদানি প্রস্তাব অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।