ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৮:৪৮ অপরাহ্ন

মোজাফফর হোসেন স্পিনিং মিলস সহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার (২০ জুলাই)  দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির দর আগের দিনের  তুলনায় ১  টাকা ৪০ পয়সা বা ৯.৬৬ শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইডিএলসি ফিন্যান্স পিএলসির দর বেড়েছে আগের দিনের তুলনায়  ৩ টাকা ২০ পয়সা বা ৯.২৫ শতাংশ।

আর ৭০  পয়সা বা ৯.২১ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সাউথবাংলা ব্যাংক পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাফার্জহোলসিম বাংলাদেশ ৮.৩৪ শতাংশ, ডেসকো ৮.২৩ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৬.৯৮ শতাংশ, আমান কটন ফাইবার্স ৬.৭৯ শতাংশ,প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৬.৫৪ শতাংশ, তিতাস গ্যাস ৫.৬৪ শতাংশ, আইপিডিসি ফিন্যান্সের ৫.৫২ শতাংশ দর বৃদ্ধি।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন