বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার জন্মদিনে অদেখা ছবি পোস্ট করে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
প্রিয়াংকার সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে এ শুভেচ্ছাবার্তা জানান অভিনেত্রী।

অভিনেত্রী যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে—একটি কালো রঙের কুর্তি পরে রয়েছেন ঋতুপর্ণা, অন্যদিকে প্রিয়াংকা চোপড়ার পরনে রয়েছে হালকা গোলাপি রঙের একটি ড্রেস। ছবিটি যে পুরোনো তা বলার অপেক্ষা রাখে না।
এ ছবিটি পোস্ট করে ঋতুপর্ণা ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়াংকা চোপড়া। আপনার শক্তি ও মনোবল আমাকে সবসময় অনুপ্রাণিত করে।
‘পুরাতন’ মুক্তির সময় যেভাবে আপনি সমর্থন করেছিলেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আপনার জীবনে সবসময় শুভ হোক এ কামনাই করি।

প্রিয়াংকা চোপড়া ও ঋতুপর্ণা সেনগুপ্ত একসঙ্গে স্ক্রিন শেয়ার না করলেও প্রিয়াংকা চোপড়ার প্রথম প্রযোজিত বাংলা ছবি ‘বৃষ্টির অপেক্ষায়’ অভিনয় করেছিলেন ঋতুপর্ণা।
অভিনেত্রী ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছিলেন রাহুল বোস ও পার্নো মিত্র। সিনেমাটি পরিচালনা করেছিলেন বিভাস মুখোপাধ্যায়।
প্রিয়াংকা চোপড়া ৪৩-এ ছোঁয়া জন্মদিন উপলক্ষ্যে পরিবারের সঙ্গে কাটানো বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ার করে নিয়েছেন।
প্রিয়াংকা যে ভিডিওটি পোস্ট করেছেন, সেখানে কখনো মেয়ের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে স্বামীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে।
মেয়ে মালতি এখন বেশ বড়, তাই বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গেলেও সে ব্যস্ত থাকে নিজের খেলা নিয়ে।