জিমেইলের পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। ইতোমধ্যে ১৮০ কোটি জিমেইল ইউজারকে সতর্ক করেছে গুগল। এক প্রতিবেদনে জানানো হয়, গুগল জেমিনি ব্যবহার করেই এমন কাজ করছে হ্যাকাররা।
সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জেমিনিকে বোকা বানিয়েই বার্তা পাঠাচ্ছে হ্যাকাররা। ফলে গুগলের নিজস্ব চ্যাটবটটি কোনও সতর্কতা জারি করতে পারছে না। আর ইউজাররাও ব্যক্তিগত তথ্য যেমন দিয়ে দিচ্ছেন, তেমনই ক্ষতিকর ওয়েবসাইটে ঢুকেও পড়ছেন।

মেইলগুলো বেশিরভাগই জরুরি অথবা বাণিজ্য সংক্রান্ত বলে দাবি করে হ্যাকাররা। ফন্ট সাইজ শূন্য করে দিয়ে টেক্সটের রং সাদা করে ‘অদৃশ্য’ প্রম্পট পাঠাচ্ছে তারা।
এদিকে ইউজাররা জেমিনিকে ‘সামারাইজ দিজ ইমেইল’ প্রম্পট দিলে তখন গোপন বার্তাও পড়ে ফেলত জেমিনি। সেই বার্তায় ‘গুগল সাপোর্ট’-এর ভুয়া ফোন নম্বরও দেওয়া থাকছে। ফলে একবার কেউ না বুঝে হ্যাকারের ফাঁদে পা দিলেই বিপদ।
কীভাবে বাঁচবেন
* এআই সামারিতে ‘আর্জেন্ট সিকিউরিটি ওয়ার্নিংস’ এলে সেটা চোখ বুজে বিশ্বাস করবেন না।

* গুগল কখনও জেমিনির সামারিতে আপনাকে পাসওয়ার্ড বদলাতেও বলবে না।
* কোনও সামারিতে যাই বলা হোক, সন্দেহ হলে নিজেই মেইলটি পুরোটা পড়ে দেখুন।
* কোনও সাপোর্ট নম্বরে ফোন করতে বললে আগে সন্দিহান হোন। ভালো করে সব দিক খতিয়ে দেখুন। মনে রাখবেন, জিমেইলের জন্য গুগলের কিন্তু সরাসরি ফোন করার নম্বর দেওয়া থাকে না।
গুগলের তথ্যমতে, জিমেইলের নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করেছে। নতুন নিয়ম অনুযায়ী ব্যবহারকারীদের কিছু আপডেট বাধ্যতামূলকভাবে করতে হবে। গুগল ইতিমধ্যে ইমেইল ও লগইন স্ক্রিনের মাধ্যমে অনেককে সতর্ক করেছে। বার্তা ১৫ থেকে ৩০ দিনের মধ্যে পদক্ষেপ নিতে বলা হয়েছে। সময়মতো নির্দেশনা না মানলে অ্যাকাউন্টে প্রবেশাধিকার হারাতে পারেন।
এতে আরও বলা হয়েছে, স্প্যাম, ফিশিং এবং ভুয়া ইমেইলের ক্রমবর্ধমান হুমকি রোধে গুগল নতুন নিরাপত্তা উদ্যোগ নিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রতিদিন অসংখ্য সন্দেহজনক মেইল বন্ধ করা হলেও, সাইবার অপরাধীদের প্রতারণা কৌশলে আরও জটিল হচ্ছে। তাই গুগল জিমেইলের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কঠোর ও সর্বজনীন করেছে। এর অংশ হিসেবে ব্যবহারকারীদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট করতে হবে। ডেইলি মেইলের এক প্রতিবেদনে ওঠে আসে এসব তথ্য।
নিম্নে ব্যবহারকারীদের আপডেটের ধাপগুলো উল্লেখ করা হলো-
লগইন পদ্ধতি
শুধু ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে জিমেইল লগইন এখন আর যথেষ্ট নয়। গুগল এখন ওঅথ ২.০ নামে টোকেনভিত্তিক নিরাপদ লগইন পদ্ধতি ব্যবহারের নির্দেশ দিয়েছে। গুগল জানায়, বেশিরভাগ আধুনিক অ্যাপ ইতিমধ্যে এই পদ্ধতি সমর্থন করে।
রিকভারি তথ্য হালনাগাদ
জিমেইল অ্যাকাউন্টে বিকল্প ইমেইল ঠিকানা ও মোবাইল নম্বর হালনাগাদ থাকলে জটিল পরিস্থিতিতে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা অনেক সহজ হয়। তাই ব্যবহারকারীদের অবশ্যই রিকভারি তথ্য আপডেট রাখতে হবে।
টু-স্টেপ ভেরিফিকেশন চালু
ব্যবহারকারীদের গুগল অ্যাকাউন্টের ‘সিকিউরিটি’ ট্যাব থেকে টু-স্টেপ ভেরিফিকেশন সক্রিয় করতে হবে। এসএমএস, অথেনটিকেটর অ্যাপ বা ফিজিক্যাল সিকিউরিটি কি-এর মাধ্যমে অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিভাগ : আইসিটি এন্ড ক্যারিয়ার