দীর্ঘদিনের মন্দাবস্থা কাটিয়ে দেশের পুঁজিবাজার এখন চাঙ্গা। সূচক ও লেনদেনে গতি ফিরতে শুরু করেছে। ভালো মৌলভিত্তিসম্পন্ন শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। এর মাঝেও কিছু দূর্বল কোম্পানির শেয়ার দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
গত সপ্তাহেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে দুইটি ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।
জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ফাইন্যান্স ও প্যাসিফিক ডেনিমস লিমিটেড।
বাংলাদেশ ফাইন্যান্স
সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ১৮.৮৯ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৯ টাকা ; যা গত সপ্তাহে ১০ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।
আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স ৭৫৩ কোটি ৮৩ লাখ টাকার পুঞ্জীভূত লোকসানে রয়েছে। ২০২৩ ও ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
প্যাসেফিক ডেনিমস
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৬ টাকা ; যা গত সপ্তাহে ৬ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।
বস্ত্র খাতের কোম্পানি প্যাসিফিক ডেনিমস ২০২৩ সালে শেয়ারহোল্ডারদে্র ১ শতাংশ লভ্যাংশ দিয়েছে। ২০২৪ সালের কোন আর্থিক প্রতিবেদন ডিএসইর ওয়েবসাইটে নেই।