অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেনের ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ১৮ কোটি ১৬ লাখ টাকা রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
জানা গেছে, ওই ৩১ ব্যাংক হিসাবের মধ্যে কয়েকটিতে এটিএন নিউজের ক্যামেরাপারসন তপন কুমার সাহা ও তাঁর মা আপেল রানী সাহার সঙ্গে মুন্নী সাহার যৌথ মালিকানার হিসাব রয়েছে। দুদকের পক্ষে উপপরিচালক ইয়াছির আরাফাত অবরুদ্ধের আবেদন করেন। তপন কুমার সাহার বোন মুন্নী সাহা।
এ ছাড়া অবৈধভাবে সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের আবেদন সূত্রে জানা যায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মেঘনা ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের এই চার হিসাবে মোট জমার পরিমাণ ১ কোটি ৩২ লাখ ৭৬ হাজার ২১৮ টাকা।