ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন

রাশিয়ায় পাহাড়ে ধাক্কা খেয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, অন্তত ৫ জন নিহত

রাশিয়ার সুদূর প্রাচ্যের খবরোভস্ক অঞ্চলে একটি এমআই-৮ (Mi-8) হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। রুশ জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা তাস জানিয়েছে, এতে পাঁচ জন আরোহী ছিলেন, তাদের কেউ বেঁচে নেই।

মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকারীরা তদন্তকারীদের সঙ্গে যৌথভাবে বিধ্বস্ত হেলিকপ্টারটির টুকরো বিশ্লেষণ করছে এবং দুর্ঘটনাস্থলে ফ্লাইট রেকর্ডার খুঁজছে – যাতে দুর্ঘটনার কারণ খুঁজে পাওয়া যায়।

রাশিয়ান তদন্ত কমিটির পূর্বাঞ্চলীয় আন্তঃআঞ্চলিক পরিবহন তদন্ত অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুসারে, ঘটনাস্থলে পাঁচটি মৃতদেহ পাওয়া গেছে।

তাস জানিয়েছে, খবরোভস্ক অঞ্চলের ওখোটস্ক থেকে মাগাদান যাওয়ার পথে হেলিকপ্টারটি রাডার থেকে ‘অদৃশ্য’ হয়ে যায়। পরে ওখোটস্ক এলাকা থেকে ১৩০ কিলোমিটার উত্তর-পূর্বে কেপ গাদিকানের কাছে এটি বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, উড্ডয়নের সময় হেলকপ্টারটি একটি পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ