আয়কর ক্যাডারের আন্দোলনের জেরে আরও ৯ জন কর কর্মকর্তাকে বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আন্দোলন প্রত্যাহার করে ব্যাচ ধরে এনবিআর চেয়ারম্যানের কাছে দুঃখ প্রকাশ করলেও শেষ পর্যন্ত শাস্তি এড়ানো সম্ভব হয়নি।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন আন্দোলনের প্রথম সারির নেত্রী মোনালিসা শাহরীন সুস্মিতা। তিনি ছাড়াও আরও ৮ জন কর কর্মকর্তা এ সিদ্ধান্তের আওতায় পড়েছেন।

এ বিষয়ে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে শৃঙ্খলা ভঙ্গ ও বিধি লঙ্ঘনের অভিযোগে এই বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্দোলনের সময় কর্মকর্তারা কর্মস্থলে অনুপস্থিত থেকে সরকারি দায়িত্ব পালনে ব্যর্থ হন বলে অভিযোগ রয়েছে।
এর আগে সাসপেন্ড হওয়ার ভয়ে অনেক কর্মকর্তা আন্দোলন থেকে সরে আসেন এবং ক্ষমা প্রার্থনা করেন। তবে তা সত্ত্বেও যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এনবিআর।
