পুঁজিবাজারে এসএমই খাতে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ওয়েভিংয়ের উৎপাদন বন্ধের সময় বৃদ্ধি করা হয়েছে। কোম্পানিটির কারখানার উৎপাদন বন্ধের সময় আজ ১৩ জুলাই থেকে আগামী ১২ আগস্ট পরযন্ত ১ মাস বৃদ্ধি করা হয়েছে।
গতকাল ১২ জুলাই কোম্পানির পর্ষদ সভায় কারখানা বন্ধের মেয়াদ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির আর্থিক সংকটের কারণে গ্যাস ও বিদ্যুৎ লাইন বিছিন্ন রয়েছে। এর ফলে কোম্পানি কতৃপক্ষ আগামী ১ মাস কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ে কোম্পানির কারখানার শ্রমিকরাও সাময়িক ছুটিতে থাকবে।
আগামী ১৩ আগস্ট থেকে কোম্পানিটির কারখানা পুনরায় চালু করা হবে।
কোম্পানিটি আরও জানায়, কোম্পানিটির ম্যানেজমেন্ট তাদের ব্যাংক থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করছে। আলোচ্য সময়ের মধ্যে কোম্পানিটি অর্থ সংগ্রহ করতে ব্যর্থ হলে আবার কারখানা বন্ধের মেয়াদ বাড়াবে।