ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

বস্ত্র খাতের ৫ শেয়ারে আস্থা বিনিয়োগকারীদের

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনারে বিনিয়োগকারীদের আস্থা দেখা যাচ্ছে বস্ত্র খাতের শেয়ারে। টপটেন গেইনার তালিকার ১০ কোম্পানির মধ্যে ৫টিই বস্ত্র খাতের কোম্পানি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-রহিম টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, তমিজ উদ্দিন টেক্সটাইল ও এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড।

রহিম টেক্সটাইল

সপ্তাহজুড়ে রহিম টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ৩৭.৫৬ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১১২ টাকা ১০ পয়সা। আর সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৫৪ টাকা ২০ পয়সা।

এ ক্যাটাগরির কোম্পানি রহিম টেক্সটাইল ২০২০ সাল থেকে ধারাবাহিকভাবে  বিনিয়োগকারীদের লভ্যাংশ দিচ্ছে। ২০২৪ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

রিজেন্ট টেক্সটাইল

সপ্তাহজুড়ে রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে  ৩৬.৬৭ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩ টাকা । আর সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪ টাকা ১০ পয়সা।

জেড ক্যাটাগরির কোম্পানি রিজেন্ট টেক্সটাইল ২০২১ সাল থেকে বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেয়নি।

শার্প ইন্ডাস্ট্রিজ

সপ্তাহজুড়ে শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে  ২০.৩৭ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৬ টাকা ২০ পয়সা। আর সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৯ টাকা ৫০ পয়সা।

বি ক্যাটাগরির কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজ ২০২০ সাল থেকে ২০২৩ সাল পরযন্ত  বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়নি। ২০২৪ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

তমিজ উদ্দিন টেক্সটাইল

সপ্তাহজুড়ে তমিজ ইদ্দন টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ১৭.২৬ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১০৩ টাকা ৭০ পয়সা। আর সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ার দর ছিল ১২১ টাকা ৬০ পয়সা।

এ ক্যাটাগরির কোম্পানিটি ২০২০ সাল থেকে ধারাবাহিকভাবে  বিনিয়োগকারীদের লভ্যাংশ দিচ্ছে। ২০২৪ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

এপেক্স স্পিনিং

সপ্তাহজুড়ে এপেক্স স্পিনিংয়ের  শেয়ার দর বেড়েছে  ১৫.৯৮ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৮৯ টাকা ৫০ পয়সা। আর সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ার দর ছিল ১০৩ টাকা ৮০ পয়সা।

এ ক্যাটাগরির কোম্পানি এপেক্স স্পিনিং ২০২০ সাল থেকে ধারাবাহিকভাবে  বিনিয়োগকারীদের লভ্যাংশ দিচ্ছে। ২০২৪ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্ত জুন ক্লোজিং কোম্পানিগুলোর অর্থবছর শেষ হয়েছে। আর কিছুদিন পরেই কোম্পানিগুলো লভ্যাংশ ঘোষণা করবে। একারণে বস্ত্র খাতের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন