ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৯:৩৬ পূর্বাহ্ন

ইয়াকিন পলিমারসহ সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় যারা

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫টি বা  ৮ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ইয়াকিন পলিমার লিমিটেডের।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ৮.০৫ শতাংশ কমে ১৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ১৪ টাকা ৯০ পয়সা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা শেপার্ড ইন্ডাস্ট্রিজের ৪.৭১ শতাংশ দর কমে সর্বশেষ ১৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৯ টাকা ১০ পয়সা।

তালিকার তৃতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৩.৩০ শতাংশ দর কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের ২.৯৯ শতাংশ,গ্লোবাল হেভি কেমিক্যালের ২.৮৭ শতাংশ, আইসিবি অগ্রনী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ২.৮২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২.৭৮ শতাংশ, নিউ লাইন ক্লোথিংসের ২.৬৭ শতাংশ,আইবিবিএল বন্ডের ২.৫৯ শতাংশ ও মিডল্যান্ড ব্যাংকের ২.৫৮ শতাংশ দর কমেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন