সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯৬টি কোম্পানির দর বেড়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৬৭৯ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১১ কোটি ৫৯ লাখ টাকার কম লেনদেন হয়েছে।
গতকাল ডিএসইতে ৬৯০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৬টির, দর কমেছে ১২৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭০টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক ১০১ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।