ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৮:৫৭ অপরাহ্ন

ডিএসই-৩০ সূচক থেকে বাদ পড়ল মেঘনা পেট্রোলিয়ামসহ ৩ কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসই-৩০ সূচক সমন্বয় করে ৩টি কোম্পানির পরিবর্তন করা হয়েছে। এতে বাদ পড়েছে জ্বালানি খাতের মেঘনা পেট্রোলিয়ামসহ তিন কোম্পানি। আর সূচকে নতুন করে যুক্ত হয়েছে আরও তিন কোম্পানি। যা ২০ জুলাই থেকে কার্যকর হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিএসই-৩০ সূচকের নতুন যুক্ত হওয়া কোম্পানি ৩টি হলো: হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ, লাভেলো আইসক্রীম ও লিন্ডে বাংলাদেশ। আর এই সূচক থেকে বাদ পড়া কোম্পানি ৩টি হলো: মেঘনা পেট্রোলিয়াম, বিএসআরএম লিমিটেড ও পাওয়ার গ্রীড।

ডিএসইর সূচক কমিটির তত্ত্বাবধানে ২০২৫ সালের ছয় মাসের সমন্বয়ে এই পরিবর্তন করা হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন