ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন

চট্টগ্রাম বিমানবন্দরে ১৫ লাখ টাকার নিষিদ্ধ পণ্য জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর ব্যাগ তল্লাশিতে আমদানি নিষিদ্ধ ক্রিম, বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।

জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

বুধবার (৯ জুলাই) রাত ৮টা ৫৫ মিনিটে আবুধাবি থেকে আগত এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট নম্বর ০৬১-এর তিন যাত্রীর ব্যাগ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়।

তিন যাত্রী হলেন- ফেনী সদর উপজেলার মো. রিপন, ছাগলনাইয়ার মজিবুর রহমান ও তাজুল ইসলাম।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, ইমিগ্রেশন শেষে তিন যাত্রী গ্রিন চ্যানেল পার হওয়ার সময় এনএসআই টিম, কাস্টমস, এভসেক ও বিমানবাহিনী টাস্কফোর্স তাদের ব্যাগেজ তল্লাশি করে ৯টা ২০ মিনিটে আড়াই হাজার পিস আমদানি নিষিদ্ধ ক্রিম উদ্ধার করে।

এসব ক্রিমের দাম সাড়ে ৭ লাখ টাকা। পাওয়া যায় ২ লাখ ৮০ হাজার টাকার ১০০ কার্টন বিদেশি সিগারেট, ৪ লাখ ২০ হাজার টাকার ৭টি মোবাইল হ্যান্ডসেট ও ৬৫ হাজার টাকার ১টি ল্যাপটপ।

প্রথমবারের মতো অভিযুক্ত হওয়ায় পণ্য আটক করে তিন যাত্রীকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ