দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে হাইড্রলিক্স জগের নিচে চাপা পড়ে শিফট ম্যানেজার মি.ওয়াং জিয়াং গো (৫৬) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে অন্তত এক হাজার ২৫০ ফুট নিচে ১৩০৫ নং কোল ফেইসে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মি. ওয়াং জিয়াং গো চীনা নাগরিক এবং বড়পুকুরিয়া কয়লাখনির ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়ামের একজন প্রকৌশলী ছিলেন।
দুর্ঘটনার পরপরই মুমূর্ষু অবস্থায় মি. ওয়াং জিয়াং গোকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চীনা প্রকৌশলীর মৃত্যুর বিষয়টি পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রংপুর কোতয়ালী থানার মাধ্যমে খবর পেয়ে পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। নিহত চীনা প্রকৌশলীর মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে চীনা প্রকৌশলীর মৃত্যুতে কর্মরত প্রকৌশলী ও অন্যান্য শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের (বিসিএমসিএল) এবং খনির ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়ামের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বলেন, গত ২৩ জুন কয়লাখনির ১৩০৫ নং কোল ফেইসের কয়লার মজুদ শেষ হওয়ায় ওই কোল ফেইস থেকে মাইনিং ইকুইপমেন্ট (খনির যন্ত্রপাতি) সরিয়ে এনে নতুন ১৪০৬ নং কোল ফেইসে বসানোর কাজ চলছে। ১৩০৫ নং কোল ফেইস থেকে হাইড্রলিক্স সাপোর্টগুলো স্থানান্তর করার সময় মি. ওয়াং জিয়াং গো একটি স্টিল রোপের সঙ্গে আটকা পড়েন এবং হাইড্রলিক সাপোর্টের জগের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। এ সময় সেখান থেকে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খনির ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়াম তাদের ধর্মীয় পদ্ধতি অনুসারে নিহত চীনা প্রকৌশলী মি. ওয়াং জিয়াং গো এর সৎকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
