বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং একজন অপহৃত ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জুলাই ২০২৫, শনিবার দিবাগত রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন কেইপাই এবং পুলিশ বাহিনীর সমন্বয়ে উক্ত পাহাড়ি এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় একটি সশস্ত্র সন্ত্রাসী দল ওই এলাকায় অবস্থান করছে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা প্রথমে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে সন্ত্রাসীরা পাহাড়ের গভীরে পালিয়ে যায়।
পরে একটি গোপন আস্তানা থেকে উদ্ধার করা হয় ১টি এম-৩ বিদেশি রাইফেল, ১টি ৯ মিমি ও ১টি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, ৩টি দেশীয় তৈরি অস্ত্র, ৩,১০০ রাউন্ড রাইফেলের গুলি, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ১ কেজি আইস এবং ৪ কেজি গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৩৬ লাখ টাকা। একইসাথে উদ্ধার করা হয় অপহৃত এক ব্যক্তিকে।
যদিও অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি, তবুও জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য এবং উদ্ধারকৃত ব্যক্তির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় ২৪ ঘণ্টা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও অবৈধ অস্ত্র, মাদক ও অপরাধ দমনে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।
আজ সকালে টেকনাফে কোস্টগার্ড অফিসে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।