সদ্য সমাপ্ত জুন মাসে নবায়ন না করার কারণে ৫ হাজারের বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বন্ধ হয়ে গেছে। জুন মাসে পুঁজিবাজারে বিও হিসাবধারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৪ হাজারে।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, জুন মাসের শেষ দিন (৩০ জুন) পুঁজিবাজারে বিও হিসাব ছিল ১৬ লাখ ৮৪ হাজার ৯২১টি। আর মে মাসের শেষ দিন (২৯ মে) বিও হিসাব ১৬ লাখ ৯০ হাজার ২৩টিতে দাঁড়ায়। অর্থাৎ জুন মাসে ৫ হাজার ১০২টি বিও হিসাব বন্ধ হয়ে যায়।
জুন মাসে পুরুষদের বিও ৩ হাজার ৪৪৮টি কমে দাঁড়িয়েছে ১২ লাখ ৬৪ হাজার ৫৩৮টিতে। মে মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১২ লাখ ৬৭ হাজার ৯৮৬টিতে।
আর জুন মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ১ হাজার ৫৯৯টি কমে ৪ লাখ ২ হাজার ৬৫৮টিতে দাঁড়িয়েছে। মে মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ৪ হাজার ২৫৭টিতে।

জুন মাসে কোম্পানি বিও হিসাব কমেছে ৫৫টি। আলোচ্য মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৭ হাজার ৭২৫টিতে। আর মে মাসে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৮০টিতে।
জুন মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদে বিও হিসাব কমেছে ৪ হাজার ৫৬২টি। এর মাধ্যমে জুন মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৬ লাখ ২১ হাজার ২৮৯টিতে। যা মে মাসের শেষ দিন ছিল ১৬ লাখ ২৫ হাজার ৮৫১টিতে।
জুন মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯০৭টিতে। মে মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪৬ হাজার ৩৯২টিতে। অর্থাৎ জুন মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও কমেছে ৪৮৫টি।


















