ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

নরসিংদীতে প্রতিপক্ষের গুলিতে ৮ মামলার আসামির মৃত্যু

নরসিংদী শহরে রেজভী (৩৫) নামে ৮ মামলা আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তেরা।

সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেজভী শহরতলীর বীরপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিশ ক্যাবলের ব্যবসা পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের উপর হামলা চালাতে যায় রেজভী ও তার দলবল। এসময় গলির রাস্তায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উত্তেজনার এক পর্যায়ে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে প্রতিপক্ষের লোকজন। এসময় গুলি করে ও কুপিয়ে রেজভীকে হত্যা করে পালিয়ে যায় প্রতিপক্ষ।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানায়, সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের উপর পরিকল্পিত হামলা করতে ব্রাহ্মন্দী এলাকায় আসে রেজভী ও তার দল। এসময় পাল্টা হামলার শিকার হয়ে নিহত হয় রেজভী। রেজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত ৮টি মামলা রয়েছে। এসময় ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ