ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৭:০৩ অপরাহ্ন

মূল্য সংশোধনে কমেছে লেনদেনও

আগের পাঁচ দিনের টানা উত্থানের পর সোমবার কিছুটা মূল্য সংশোধন হয়েছে পুঁজিবাজারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৪৬৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৯ কোটি ৮০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৯৪ কোটি ৩৪ লাখ টাকার।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স  ১ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক দশমিক ৫৪ পয়েন্ট কমে ১  হাজার  পয়েন্টে ৮১৫ অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক  দশমিক ৭১ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৪০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, দর কমেছে ২০৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৫টির।


অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই প্রধান সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন