ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ৩৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ১ হাজার ৮১২ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বীচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির ১৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্কয়ার ফার্মা ১৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিম ১৭ কোটি ৩৯ লাখ, সী পার্ল বীচ ৮ কোটি ১৯ লাখ, লিগ্যাসি ফুটওয়্যার ৬ কোটি ৮২ লাখ, ড্রাগন সোয়েটার ৬ কোটি ৬১ লাখ, বিএটিবিসি ৬ কোটি ৪৮ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৬ কোটি ২৩ লাখ ও এমিয়াটিক ল্যাবরেটরিজ ৬ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
