ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

ব্যবসা সম্প্রসারণ করতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের জন্য জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৪ জায়গায় জমি কিনবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি মোট ৪৬০ ডেসিমেল জমি কিনবে। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ সীম এগ্রো ফুডস লিমিটেডের কাছ থেকে গাজীপুরের পুলিশ স্টেশনের কাছে জমি কিনবে। এই জমির মোট মূল্য ১৩ কোটি ৭০ লাখ টাকা।

কোম্পানিটি ২০৮.৫০ ডেসিমেল জমি গাজীপুরের কালিগঞ্জ পুলিশ স্টেশনের কাছে কিনবে। এই জমির মূল্য ৬ কোটি ৩০ লাখ টাকা। এই জমি কেনা হবে তানজুর আখতার, নাসির মোহাম্মদ হেলাল, আহমেদ মোহাম্মদ হেলাল, নাসিমা মোহাম্মদ হেলাল এবং জয়নুব মোহাম্মদ হেলালের কাছ থেকে। এর সবাই বাংলাদেশের নাগরিক।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ নায়ণগঞ্জের কাঁচপুরে কারখার কাছে ২৫.৮৩ ডেসিমেল জমি কিনবে। এই জমির মূল্য ৯০ লাখ ৪০ হাজার ৫০০ টাকা। এই জমি আব্দুর রহমান এবং উম্মে সালমার কাছ থেকে কেনা হবে।

কোম্পানিটির কারখানা প্রাঙ্গনে আরও ৭.৭৫ ডেসিমেল জমি কেনা হবে। এই জমির মূল্য ২৭ লাখ ১২ হাজার ৫০০ টাকা। এই জমি মিনু বেগমের কাছ থেকে কেনা হবে।

অলিম্পিক ইন্ডাস্ট্রজ জমির রেজিস্ট্রেশন, ভ্যাট ও অন্যান্য খরচ নিজে বহন করবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন