ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৮:৫৮ পূর্বাহ্ন

বন্ড ও প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে প্যারামাউন্ট টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল জিরো কুপন বন্ড ও প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি নন-কনভার্টেবল, ট্রান্সফারবেল, আনসিকিউরড জিরো কুপন বন্ড ইস্যু করবে। বন্ড ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ৩৩০ কোটি টাকা সংগ্রহ করবে।

বন্ড ইস্যুর মাধ্যমে প্যারামাউন্ট টেক্সটাইল বিদ্যমান ঋণ পরিশোধ এবং ব্যবসা সম্প্রসারণ করবে। বন্ডের মেয়াদ হবে ৭ বছর।

এছাড়া প্যারামাউন্ট টেক্সটাইল ৩০০ কোটি টাকার নন-কনভার্টেবল, রিডামবল প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অনুমতি সাপেক্ষে বন্ড ও প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে পারবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন