সাইবার নিরাপত্তা ও কর্পোরেট তথ্য সুরক্ষার লক্ষ্যে দাপ্তরিক কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হোয়াটসঅ্যাপের পরিবর্তে কর্মীদের মাইক্রোসফট টিমস ব্যবহার করার নির্দেশ দিয়েছে রাষ্ট্রায়ত্ত এই বিমান সংস্থা।
বিমানের আইটি বিভাগ থেকে সম্প্রতি জারি করা এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, কর্পোরেট নেটওয়ার্কের তথ্য সুরক্ষা ও সাইবার ঝুঁকি মোকাবিলায় হোয়াটসঅ্যাপের মতো থার্ড-পার্টি অ্যাপ ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মাইক্রোসফট টিমস একটি নিরাপদ ও পেশাদার যোগাযোগমাধ্যম, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ব্যক্তিগত ইমেইল ও মোবাইল নম্বর ব্যবহার করে সহজেই এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলা যায়। টিমসে টেক্সট মেসেজ, ভয়েস ও ভিডিও কল, ফাইল শেয়ারিংসহ নানা কর্পোরেট সুবিধা রয়েছে, যা অফিসিয়াল যোগাযোগকে আরও সুরক্ষিত ও কার্যকর করে তোলে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, মাইক্রোসফটের সঙ্গে বিমান ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি করেছে। চুক্তির আওতায় এই প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন বৈঠক ও অন্যান্য দাপ্তরিক যোগাযোগ চালানো যাবে। তিনি বলেন, “কয়েক মাস আগে অফিসিয়াল ডেস্কটপ কম্পিউটারগুলোতে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, এ সিদ্ধান্তের ফলে একদিকে যেমন সাইবার ঝুঁকি হ্রাস পাবে, তেমনি কর্মীদের মধ্যে দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে আরও পেশাদার সংস্কৃতি গড়ে উঠবে।

বিশ্বের অনেক নামকরা প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থাও ইতিমধ্যে হোয়াটসঅ্যাপকে অফিসিয়াল যোগাযোগ থেকে বাদ দিয়েছে। কারণ হিসেবে তথ্য নিরাপত্তার ঝুঁকিকেই বড় কারণ হিসেবে দেখছে এসব প্রতিষ্ঠান।
বিমানের এই উদ্যোগকে সাইবার সুরক্ষায় একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা।