ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ৬:১৬ অপরাহ্ন

ইরানের ১৫০ পুলিশ সদস্যকে হত্যা করেছে ইসরায়েল

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার (২৭ মে) জানিয়েছেন, সংঘাতের সময় ইসরায়েলি হামলায় অন্তত ১৫০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এস্কান্দার মোমেনি বলেছেন, হামলায় প্রথম যে পুলিশ ইউনিটকে লক্ষ্যবস্তু করা হয়েছিল তা ছিল ‘পুলিশ ১১০’ ভবন। এটি ইরানের কেন্দ্রীয় জরুরি পুলিশ কল সেন্টার হিসেবে কাজ করে।

তিনি তেহরানে এভিন কারাগারে ইসরায়েলি হামলার বিষয়েও কথা বলেছেন। মোমেনি বলেছেন, বন্দিদের পালানো প্রতিহত করতে, অস্থিরতা এবং ‘বিপ্লবী-বিরোধীদের’ দেশে প্রবেশ রোধে কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।

এর আগে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ৬১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার হাজার ৭০০ জন।

ইরানের এই কর্মকর্তা বলেছেন, সংঘাতের শেষ রাতেই ইসরায়েলি বাহিনী ইরানের শতাধিক ব্যক্তিকে হত্যা করেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৪৯ জন নারী রয়েছেন। এর মধ্যে দুইজন অন্তঃসত্ত্বা। এছাড়া যুদ্ধে নিহত হয়েছে ১৩ শিশু, যার মধ্যে একজনের বয়স মাত্র দুই মাস

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ