ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩৬টি কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় ৯৬ কোটি ১৬ লাখ টাকা লেনদেন বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৩৭২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৯৬ কোটি ১৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২৭৬ কোটি ৫৩ লাখ টাকার।
সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭১৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৪০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৬টির, দর কমেছে ৯২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই প্রধান সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।