ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ৯২টি বা ২২ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে জিএসপি ফিন্যান্স লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৩০ পয়সা বা ৭.৬৯ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফিন্যান্স লিমিটেড । আজ কোম্পানিটির দর ২০ পয়সা বা ৬.৬৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২ টাকা ৮০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি। আজ শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৫.৬৫ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে জাহিন স্পিনিংয়ের ৪.৩৪ শতাংশ, স্ট্যাইল ক্রাফটের ৩.৯২ শতাংশ, জেনারেশন নেক্সটের ৩.৮৪ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ৩.৫৩ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৩.৫২ শতাংশ, ফ্যাস ফিন্যান্সের ৩.৪৪ শতাংশ ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৩.৪৪ শতাংশ দর কমেছে।