ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৬:৩৮ অপরাহ্ন

রহিমা ফুডসহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (২৩ জুন)  দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। এদিন কোম্পানিটির দর আগের দিনের  তুলনায় ৭ টাকা ৫০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশ গার্মেন্টসের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৯ টাকা  ২০ পয়সা  বা ৯ দশমিক ৯১ শতাংশ।

আর ৯০ পয়সা বা ৯.৮৯ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৯.৩৭ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৮.২৯ শতাংশ,রহিম টেক্সটাইলের ৮.০২ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৬.৬৮ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৬.৫৫ শতাংশ,সোনারগাঁও টেক্সটাইলের ৬.১১ শতাংশ ও স্ট্যাইল ক্রাফটের ৫.৬৩ শতাংশ দর বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন