ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

বদলি বাতিল ও চেয়ারম্যান অপসারণে এনবিআর কর্মীদের লাগাতার কর্মসূচি

প্রতিহিংসামূলক সব বদলির আদেশ বাতিল ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর বর্তমান চেয়ারম্যানকে অপসারণ না করা হলে আগামী ২৮ জুন (শনিবার) থেকে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার পূর্ণ শাটডাউনের ঘোষণা দিয়েছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে মঙ্গলবার (২৪ জুন) থেকে শুরু হবে লাগাতার কর্মসূচি।

সোমবার (২৩ জুন) আগারগাঁওয়ে এনবিআর ভবনে এক সংবাদ সম্মেলন থেকে এসব কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজস্ব অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনতে এনবিআর কর্তৃক গঠিত রাজস্ব অধ্যাদেশ সংস্কার বিষয়ক কমিটি বাতিল করতে হবে। পাশাপাশি আজকের মধ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যথাযথ প্রতিনিধিত্ব অন্তর্ভুক্ত করে এবং বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ এনবিআর সদস্যদের বাদ দিয়ে নতুন করে কমিটি গঠনের দাবিও তোলা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি অতিরিক্ত কমিশনার হাসান মুহাম্মদ তারেক রিকাবদার এবং মহাসচিব অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৪ জুন আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকায় অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করা হবে। ঢাকার বাইরে কর্মকর্তারা নিজ নিজ দপ্তরে একইভাবে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং এনবিআর চেয়ারম্যান ও তার ঘনিষ্ঠদের প্রতি ‘ঘৃণা প্রকাশ’ করবেন।

এছাড়া, ২৫ ও ২৬ জুন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি ব্যতীত সব দপ্তরে কর্মবিরতি ও ঘৃণা প্রকাশ কর্মসূচি চলবে যদি বদলির আদেশ বাতিল না হয় বা নতুন করে দমনমূলক বদলি আদেশ জারি হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ