ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৫:২৯ পূর্বাহ্ন

ইসলামী ব্যাংকের সাবেক এমডি গ্রেফতার

ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২২ জুন) রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র জানায়, মনিরুল মওলার বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলায় রাত সোয়া ১২টার দিকে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সোমবার আদালতে হাজির করা হবে।

অনিয়ম ও জালিয়াতির অভিযোগে গত ২০ জুন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে মুহাম্মদ মুনিরুল মওলাকে অপসারণ করা হয়।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন