ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

প্রেফারেন্স শেয়ার ইস্যুতে সম্মতি পায়নি জিপিএইচ ইস্পাত

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির শেয়ার ইস্যুতে সম্মতি দেয়নি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ১৯ জুন বিএসইসি চিঠির মাধ্যমে কোম্পানিটিকে জানায় প্রেফারেন্স শেয়ার ইস্যুতে সম্মতি দেওয়া সম্ভব না। জিপিএইচ ইস্পাত ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল, কিউমুলেটিভ, রিডামবল, নন-পার্টিসিপেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে চেয়েছিল।

উল্লেখ্য, ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাব বছরে জিপিএইচ ইস্পাত ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন