ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৭:৪৫ অপরাহ্ন

সেন্ট্রাল ইন্স্যুরেন্সসহ সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

সমাপ্ত সপ্তাহে (১৫ থেকে ১৯ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯৪টি বা  ৪৯ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এর মধ্যে গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেডের।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৫.৩৪ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৪ টাকা ৯০ পয়সা ; যা গত সপ্তাহে ৩৩ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা জাহিন স্পিনিংয়ের শেয়ার  দর ২৪.৫৬ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ৫ টাকা ৭০ পয়সা ছিল ; যা গত সপ্তাহে  ৭ টাকা ১০ পয়সা দাঁড়িয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা দেশ গার্মেন্টসের ২০.৯৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিমের ১৪.৬৬ শতাংশ, স্ট্যাইল ক্রাফটের ১৩.৮৬ শতাংশ, বীচ হ্যাচারির ১০.৩৬ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১০.৩০ শতাংশ, বিডি থাইয়ের ১০.২৬ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ১০.২৪ শতাংশ ও অ্যাপেক্স ফুডসের ৯.৮৫ শতাংশ দর বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন