৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম শেষ দিন ব্যাটিংয়ে নামেন। দলের স্কোর ছিল ৩ উইকেটে ১৭৭ রান। দুজনের অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে দুইশ করেছে। ৬৪তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে দলকে দুইশর ঘরে নেন মুশফিক।
শ্রীলঙ্কা চায় সকালের সেশনে তাড়াতাড়ি বাংলাদেশকে গুটিয়ে দিয়ে ম্যাচ জিততে। আর বাংলাদেশের বিশ্বাস, বড় সংগ্রহ করতে পারলে ম্যাচ জেতা সম্ভব। এখনও একটি দলেরই দ্বিতীয় ইনিংস শেষ হয়নি। বাংলাদেশ ১৭৭ রান করেছে ৩ উইকেট হারিয়ে। ম্যাচের অবস্থা বলছে, ড্র হওয়ার সম্ভাবনা বেশি। তবে নিজেদের দিনে দুই দলই যে কোনও কিছু করতে পারে। ৫৬ রানে শান্ত ও মুশফিক ২২ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশ ১৮৭ রানের লিড নিয়েছে। হাতে আছে আরও সাত উইকেট। শেষ দিনের প্রথম সেশনে দ্রুত আরও রান তুলতে পারলে বাংলাদেশের জেতার সুযোগ আছে মনে করেন নাঈম, ‘হ্যাঁ, অবশ্যই আমাদের জেতার জন্য যাওয়ার সুযোগ আছে। আমরা যদি খুব ভালো একটা টোটাল করি এবং এরপর যদি ছাড়ি…। ইনশাআল্লাহ, পঞ্চম দিনের উইকেটে অনেক কিছু হয়। জেতার সুযোগ আছে।’
ডানহাতি এই অফ স্পিনার আরও যোগ করেন, ‘দেখুন, আসলে পঞ্চম দিনে অনেক কিছু হয় উইকেটে। যদি আমরা ভালো টোটাল দিতে পারি, তখন ওরা চাপে থাকবে। যখন আপনার নরমাল ক্রিকেট খেলা এক জিনিস আর চাপে থেকে খেলা অন্য জিনিস। তখন ওদের ম্যাচ হারানোর ভয় থাকবে। তো অনেক কিছু করা সম্ভব। যদি আমরা ইনশাআল্লাহ্ ভালো টোটাল দিই, আমাদের জন্য ভালো।’
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৬৪ ওভারে ২০০/৩ (মুশফিক ৩৩*, শান্ত ৬৯*; সাদমান ৭৬, এনামুল ৪, মুমিনুল ১৪)
শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ১৩১.২ ওভারে ৪৮৫/১০ (প্রবাথ ১১*; উদারা ২৯, চান্ডিমাল ৫৪, ম্যাথুজ ৩৯, নিসাঙ্কা ১৮৭, ডি সিলভা ১৯, কুশল ৫, মিলান ৩৯, কামিন্দু ৮৭, থারিন্দু ০, আসিথা ৪)
বাংলাদেশ প্রথম ইনিংসে ১৫৩.৪ ওভারে ৪৯৫/১০ (হাসান ৭*; তাইজুল ৭, জাকের ৮, নাঈম ১০, লিটন ৯০, এনামুল ০, সাদমান ১৪, মুমিনুল ২৯, শান্ত ১৪৮, মুশফিক ১৬৩, নাহিদ ০)