ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৯:৩৪ অপরাহ্ন

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যত্থান দিবস, থাকবে সরকারি ছুটি

এখন থেকে প্রতি বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান’ দিবস হিসেবে পালন করা হবে। এই দিন সরকারি সাধারণ ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

তিনি জানান, ছাত্র জনতার অভ্যুত্থান দিবস পালনের ব্যাপারে আজ প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে প্রতিবছর এই দিনে ছুটি থাকবে। এ ব্যাপারে আগামী রবিবার (২২ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গেজেট প্রকাশ হবে।

সংস্কৃতি উপদেষ্টা জানান, আগামী ১ জুলাই থেকে জুলাই অভ্যুত্থানের প্রাথমিক কর্মসূচি শুরু হবে। আর চূড়ান্ত কর্মসূচি চলবে ১৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হবে জুলাইয়ের অনুভূতিকে ফিরিয়ে আনা। এর জন্য বেশ কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে। আগামী সোমবার প্রেস উইং থেকে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন