ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটির আজ ১৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৫৩৭ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বীচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির ১৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্রাক ব্যাংক ১১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজ ৮ কোটি ৭০ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ৭ কোটি ৭৮ লাখ, অগ্নি সিস্টেমস ৬ কোটি ৭১ লাখ, ইস্টার্ণ লুব্রিকেন্টস ৬ কোটি ২৪ লাখ, ফাইন ফুডস ৫ কোটি ৯৩ লাখ, স্কয়ার ফার্মা ৫ কোটি ৯২ লাখ ও মাগুরা মাল্টিপ্লেক্স ৫ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।