ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৩:১১ পূর্বাহ্ন

ন্যাশনাল হাউজিংসহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (১৬ জুন)  দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে ন্যাশনাল হাউজিং ফিন্যান্স পিএলসি। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অগ্নি সিস্টিমসের দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা  বা ৯ দশমিক ৮০ শতাংশ।

আর ৫০ পয়সা  বা ৯.৮০ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিডিকম অনলাইন ৯.৭২ শতাংশ,সেন্ট্রাল ইন্স্যুরেন্স ৯.৬৩ শতাংশ ,  ওরিয়ন ইনফিউশন ৭.৬১, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ৬.২৫ শতাংশ, জেএমআই সিরিঞ্জ ৬.১৮ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়াম ৫.৯৮ শতাংশ ও ই-জেনারেশনের ৫.৯১ শতাংশ দর বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন