কোরবানির ঈদের টানা ১০ দিনের ছুটির পর রোববার আবার খুলেছে দেশের ব্যাংকগুলো।
ছুটির পর প্রথম কার্যদিবসে রাজধানীর মতিঝিল, গুলশানসহ বিভিন্ন এলাকায় ব্যাংকগুলোতে সকাল থেকেই গ্রাহকদের ভিড় দেখা গেছে।
ব্র্যাক ব্যাংকের কমিউনিকেশন বিভাগের প্রধান ইকরাম কবির জানান, “বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী ১১ ও ১২ জুন নির্দিষ্ট কিছু এলাকায় ব্যাংকের নির্দিষ্ট শাখা খোলা ছিল, তখনও সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম হয়েছে। এছাড়া ঈদের আগে ৫ ও ৬ তারিখেও কিছু শাখা খোলা ছিল।”
তিনি আরও বলেন, “সাপ্তাহিক ছুটি ও ঈদের দীর্ঘ বন্ধ শেষে গ্রাহকরা টাকা জমা ও উত্তোলন করতে আসছেন। আমাদের শাখাগুলোতে তাই আজ ভিড় একটু বেশি।”
বেসরকারি ব্যাংকগুলোতে টাকা তোলা ও জমার ক্ষেত্রে দীর্ঘ লাইন দেখা গেলেও, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে তুলনামূলকভাবে গ্রাহক চাপ কম ছিল।
সোনালী ব্যাংকের মতিঝিল শাখার জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, “সকাল থেকেই গ্রাহকরা আসতে শুরু করেছেন। তবে খুব বেশি ভিড় হয়নি এখনও। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে পারে।”
প্রতিদিনের মতোই সকাল ১০টা থেকে শুরু হয়েছে লেনদেন, চলবে বিকাল ৪টা পর্যন্ত। ব্যাংক অফিস খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ব্যাংক কর্মকর্তারা জানাচ্ছেন, আমানত জমা ও উত্তোলন, ঋণের কিস্তি পরিশোধ, নতুন ঋণের আবেদন, এলসি খোলা এবং ব্যবসায়িক লেনদেনের জন্যই মূলত গ্রাহকরা শাখাগুলোতে আসছেন।
চলতি বছর কোরবানির ঈদ উপলক্ষে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল। যদিও এই সময়ে এটিএম বুথ থেকে টাকা তোলার সুযোগ ছিল, তবে অনেক বুথে পর্যাপ্ত অর্থ না থাকায় গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হয়। এর আগে রোজার ঈদে ব্যাংক বন্ধ ছিল ৯ দিন।